অক্টোবরে চালু হচ্ছে জোবাইক
Sep 23, 2025
Sep 23, 2025

প্রেস বিজ্ঞপ্তি
অক্টোবরে চালু হচ্ছে জোবাইক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৩ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত সহজ করার লক্ষ্যে জােবাইক লিমিটেড (Jo-Bike Ltd) পুনরায় তাদের শেয়ারিং সাইকেল পরিবহন ব্যবস্থা শীঘ্রই চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জােবাইক এর প্রতিনিধি দলের এক আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ে বিকল্প পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা চালু করবার জন্য গঠিত কমিটির সঙ্গে অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আলোচনা সভায় কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম ও বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আমন্ত্রিত হয়ে আরো উপস্থিত ছিলেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো. তানভীর রহমান, কার্যকরী সদস্য মো. আবু তালহা। সভায় জােবাইক এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদি রেজা ও চীনা বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এ ব্যাপারে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ এক বছর ধরে ক্যাম্পাসে শিক্ষার্থী সহায়ক পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব বিকল্প পরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিপ্রায় যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন থাকুক। প্রশাসন বিষাক্ত সিসা দিয়ে দূষিত ও ক্ষতিগ্রস্ত পরিবেশ প্রত্যাশা করে না। এরই ধারাবাহিকতায় লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত ইলেকট্রিক কার্ট পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে, যার সংখ্যা অচিরেই বৃদ্ধি পাবে। পাশাপাশি শীঘ্রই জোবাইক এর সাথে চুক্তি স্বাক্ষরিত হবে এবং ক্যাম্পাসে পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব জিপিএস ও আইওটি সম্বলিত শেয়ারিং সাইকেল পরিবহন ব্যবস্থা চালু হবে।
সভায় জো বাইক এর সিইও মেহেদী রেজা আগামী অক্টোবর মাসে ৫০টি সাইকেল দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুনরায় তাদের কার্যক্রম শুরু করার ইচ্ছে ব্যক্ত করেন এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ২০০টি সাইকেল নিয়ে আসার পরিকল্পনার কথা জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম, জাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস, পরিবহন ও যোগাযোগ সম্পাদক প্রমূখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
- 'Empowering Academia through Intellectual Property and Copyright Protection: A Bangladesh Perspective' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- অক্টোবরে চালু হচ্ছে জোবাইক
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্থান করে নেওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৫৪-তম ব্যাচে ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমির হামজার বক্তব্য সত্য নয় ॥ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে
- জাকসু’র নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের জন্য ই ডট কো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইডটকো’র সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস-এর অকাল মৃত্যু // উপাচার্যের শোক