Sep 18, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাকসু’র নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ আজ বেলা চারটার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু’র সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলন এবং ২০২৪ এর গণঅভু্যত্থানের অঙ্গীকার, গণতন্ত্রের পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিলো। কিন্থ আমাদের সৌভাগ্য ডাকসু ও জাকসু নির্বাচনের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে সেই গণতন্ত্র উদ্ধারের প্রয়াস শুরু হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠিত করার অর্থ হচ্ছে জাতীয় পর্যায়ে নির্বাচনের একটি সম্ভাবনা তৈরি করা এবং বাংলাদেশকে মানুষের পছন্দের একটি সরকারের হাতে সোপর্দ করা। উপাচার্য বলেন, প্রশাসনের পক্ষ থেকে যদি শুধু দায় শোধ করার বিষয়ই হতো, তাহলে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতো না। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত করা হোক আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের অঙ্গীকার বাস্তবায়নে স্ববিরোধমুক্ত হতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ ছিলো যে, আমাদের প্রাণ থাকা পর্যন্ত দায়িত্ব পালনের বিকল্প নেই। জাকসু নির্বাচন বাস্তবায়নে দেশের সরকার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমাদের জন্য শুভকামনা রেখেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাকসু নির্বাচন সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জাকসু’র নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো মনিরুজ্জামান, প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য-সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসু সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ২০২৪-এ জুলাই-আগস্ট গণঅভু্যত্থানে শহিদ পরিবারের সদস্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।
উল্লেখ্য, আজ সন্ধ্যা সাতটায় বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
- 'Empowering Academia through Intellectual Property and Copyright Protection: A Bangladesh Perspective' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- অক্টোবরে চালু হচ্ছে জোবাইক
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্থান করে নেওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৫৪-তম ব্যাচে ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমির হামজার বক্তব্য সত্য নয় ॥ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে
- জাকসু’র নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের জন্য ই ডট কো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইডটকো’র সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস-এর অকাল মৃত্যু // উপাচার্যের শোক