Sep 24, 2025
প্রেস বিজ্ঞপ্তি
'Empowering Academia through Intellectual Property and Copyright Protection: A Bangladesh Perspective' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'Empowering Academia through Intellectual Property and Copyright Protection: A Bangladesh Perspective' শীর্ষক সেমিনার আজ সকাল সাড়ে দশটায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ইনটেলেকচুয়াল প্রোপার্টি ও কপিরাইট প্রটেকশন পলিসি দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা কর্মের সুরক্ষার জন্য এই পলিসি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমান প্রশাসন গবেষকদের বিশ্ববিদ্যালয়ের অর্থায়নের পরিচালিত গবেষণার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও বৃদ্ধিতে কাজ করছে। উপাচার্য বলেন, মেধাস্বত্ব অধিকারের পাশাপাশি যেসব দেশ এসব স্বত্ব বা মেধাস্বত্ব সুরক্ষিত ভ্যাকসিন ক্রয় করতে পারবে না এবং যারা অর্থনৈতিকভাবে দূর্বল, তাদের জন্য ন্যয়সঙ্গতভাবে ভ্যাকসিন বা অন্যান্য সুরক্ষিত বিষয়গুলো ব্যবহারের সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ও ইউনেস্কো চেয়ার ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার ও বাংলাদেশ কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- প্রজাপতিসহ সকল প্রাণীর প্রতি আমাদের মানবিক ও যথাযথ আচরণ করতে হবে - জাবি উপাচার্য
- চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \ উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী
- ‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত \ সমাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন
- নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক আয়োজিত ছাত্রীদের আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ‘Celebrating Innovation and Capacity Building in Geospatial Science’ শীর্ষক GIS Day 2025 উদযাপন ও বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত
- মেডিক্যালে মূল্যবান ঔষধ হস্তান্তর \ চিকিৎসা সেবা গ্রহণে শিক্ষার্থীদের আইডি কার্ড এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন আইডির নম্বর প্রয়োজন হবে
- এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের জয় \ জাবি উপাচার্যের অভিনন্দন