যৌন হয়রানির সংজ্ঞা
যৌন হয়রানি অর্থ :
ক) যৌন আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ। যেমন: শারীরিক স্পর্শ, শারীরিক সংস্পর্শ তৈরির জন্য অগ্রসর হওয়া বা এ ধরনের পরোক্ষ প্রচেষ্টা;
খ) যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রশাসনিক, কর্তৃত্বমূলক বা পেশাদারি ক্ষমতার অপব্যবহার;
গ) যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি;
ঘ) যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন;
ঙ) পর্নোগ্রাফি দেখানো, যৌনতাপূর্ণ বা যৌন ইঙ্গিতপূর্ণ কোনো বস্তু প্রদর্শন;
চ) যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গি;
ছ) অশালীন ভঙ্গি, অশালীন ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করা বা কোন ব্যক্তির অলক্ষ্যে তার নিকটবর্তী হওয়া বা অনুসরণ করা, যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করে কৌতুক বলা;
জ) চিঠি, টেলিফোন, মোবাইল, এসএমএস, ছবি, নোটিশ, কার্টুন, বেঞ্চ, চেয়ার-টেবিল, নোটিশবোর্ড, অফিস, গবেষণাগার, ফ্যাক্টরি, শ্রেণীকক্ষ, বাথরুমের দেয়ালে যৌন ইঙ্গিতমূলক অপমানজনক কোন কিছু লেখা;
ঝ) ব্লাকমেইল অথবা মর্যাদাহানি করার উদ্দেশ্যে স্থির বা ভিডিও চিত্র ধারণ, সংরক্ষণ, প্রদর্শন, বিতরণ, বিপণন ও প্রচার বা প্রকাশ করা;
ঞ)লিঙ্গ পরিচয়ের কারণে খেলাধুলা, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য করা;
ট) প্রেম নিবেদন করে প্রত্যাখাত হয়ে হুমকি দেয়া বা চাপ প্রয়োগ করা;
ঠ) ভয় দেখিয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনের চেষ্টা করা।
উপরে উল্লিখিত ক-ঠ আচরণসমূহ নারীর স্বাস্থ্য ও সুরক্ষার জন্য হুমকি স্বরূপ এবং মর্যাদাহানিকর ও অপমানজনক। কোন নারী যদি এ ধরনের আচরণের শিকার হন এবং যদি তিনি মনে করেন যে, এই বিষয়ে প্রতিবাদ করলে তার কর্মক্ষেত্রে বা শিক্ষাপ্রতিষ্ঠানে বা যেখানে তিনি আছেন সেখানকার পরিবেশ তার বিকাশের জন্য বাধা বা প্রতিকূল হতে পারে তাহলে উক্ত আচরণসমূহ নারীর প্রতি বৈষম্যমূলক বলে বিবেচিত হবে।
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যক্তির সাথে উপর্যুক্ত আচরণের যে কোনো আচরণ সংঘটিত হলে বিচার প্রাপ্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu-এ যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ কমিটি (Complaint Committee), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিরোনামে বর্ণিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ কমিটি (Complaint Committee), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ক্র | নাম , পদবী ও অফিস | ইমেইল, ফোন নম্বর | কমিটিতে পদবী |
১ | অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
m.taslima@juniv.edu | সভাপতি |
২ | অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
mozahid@juniv.edu | সদস্য |
৩ | অধ্যাপক ড. শামছুন নাহার মাইক্রোবায়োলজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
nahar@juniv.edu | সদস্য |
৪ | অধ্যাপক ড. সামিনা লুৎফা সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় |
samina.luthfa@du.ac.bd | বহিঃস্থ সদস্য |
৫ | জনাব কামরুন নাহার আইনজীবী ও সদস্য, নারীপক্ষ ধানমন্ডি, ঢাকা-১২০৯ |
n.kamrun@gmail.com | বহিঃস্থ সদস্য |
৬ | জনাব মো. মাহতাব-উজ-জাহিদ ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
zahid@juniv.edu +8801716945797 |
সদস্য-সচিব |