Times Higher Education (THE) র‍্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শীর্ষস্থান অর্জন \ উপাচার্যের অভিনন্দন
Oct 13, 2025

প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)

 

Times Higher Education (THE) র‍্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শীর্ষস্থান অর্জন \ উপাচার্যের অভিনন্দন

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ অক্টোবর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন (THE)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১–১০০০তম অবস্থানে রয়েছে, যা বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক উৎকর্ষতার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স, সামাজিক বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান বিভাগসমূহ বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে; বিশেষ করে কম্পিউটার সায়েন্স বিভাগ ৪০১–৫০০ স্থান পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মনে করেন যে, এই স্বীকৃতি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল এবং বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন গবেষণা ও মানসম্পন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রকে আরও সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও ভালো করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। উপাচার্য বলেন, গবেষণা ও শিক্ষার গুণগত পরিবেশ উন্নয়নে প্রণোদনা ও আর্থিক বরাদ্দ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases