জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
Sep 25, 2025

প্রেস বিজ্ঞপ্তি 

জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিঃ জাতীয় স্বার্থ ও বৈশ্বিক সম্পর্কের পুনঃসংজ্ঞায়ন’ শীর্ষক জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, জুলাই এর অভ্যুত্থান মানুষের মনে চিরতরে দাগ কেটে গেছে। নেতা ও রাজনৈতিক দল ছাড়াই সংগঠিত হওয়া এই অভ্যুত্থান অবিস্মরণীয়। ১৫ বছরের বঞ্ছনা থেকে মুক্তি পেতে সর্বস্তরের মানুষ এই অভূত্থানে অংশ নিয়েছে। তিনি বলেন, এই অভূত্থানে কোনো ম্যানিফেস্টো ছিলো না। তবে ফ্যাসিস্ট সরকারের পতন, ভারতের আগ্রাসী ভূমিকা ও আধিপত্যবাদ বন্ধ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই অভ্যুত্থান হয়েছে। ড. দিলারা বলেন, যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ে তুলতে হবে এবং তাদের চিন্তা-ভাবনা দেশ গঠনের কাজে লাগাতে হবে। এজন্য নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, এই প্রতিযোগিতায়ও আমাদের যুব সমাজ যে ভারসাম্যমূলক বৈদেশিক নীতি চায়, তা ফুটে উঠেছে। তিনি যুব সমাজকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এ দক্ষ করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান এবং প্রযুক্তির চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য নতুন প্রজন্মকে তৈরি হওয়ার পরামর্শ দেন।

 

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, দেশে নীতি প্রণয়নের সীমাবদ্ধতা রয়েছে এবং এক্ষেত্রে নির্দিষ্ট আন্তর্জাতিক নীতি নেই। বৈদেশিক নীতির ক্ষেত্রে পারস্পরিক লাভবান হওয়ার নীতি থাকতে হবে। এখানে উভয়ের ভারসাম্য রক্ষা করতে হবে। তিনি বলেন, কেউ পরিবর্তন করে দেবে না, আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্টকে বিতাড়ন করতে সবাই একীভূত হয়েছিলো। কিন্তু অভ্যুত্থানের একবছর না যেতেই সকল প্রকার অজুহাত দিয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, যা মানুষকে আশাহত করছে। এই অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে।  

 

অনুষ্ঠানে আর ওবক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন। 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুরশিদা খান তৃষা, সুমাইয়া জাহান সামান্তা ও শমরিতা বড়ুয়ার দল। এছাড়া প্রথম রানার আপ হয়েছে হুমায়রা তাসনিম শাম্মী, শরীফ মেহেরব হোসেন জিদান ও তাসনিম কাদেরের দল। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছে সামিহা আক্তার সালমা, সুমাইয়া আক্তার ও মির্জা সাকির দল। জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে ১৮ টি দল তাদের ধারণা (কনসেপ্ট) জমা দেয়। পরবর্তীতে ১৫টি দল চূড়ান্তভাবে তাদের ধারণা উপস্থাপন করে। সেখান থেকে ৫টি দলকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases