Sep 21, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমির হামজার বক্তব্য সত্য নয় ॥ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনাব আমির হামজা নামে একজন বক্তার বক্তব্য বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের দৃষ্টিগোচর হয়েছে। আমির হামজা তাঁর বক্তব্যে দাবি করেছেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন। তিনি আরও বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। প্রকৃত পক্ষে তাঁর কোনো বক্তব্যই সত্য নয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালে ‘জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’ চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করানো হয়। সুতরাং তিনি জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন, তা সত্য নয়। আবাসিক হলগুলোতে সকালে ‘মদ’ দিয়ে কুলি করার প্রত্যক্ষ করার বর্ণনাটিও তাঁর মনগড়া, যা অসত্য। প্রমাণসহ এমন নজির প্রশাসনের কাছে নেই। ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর তাঁর বক্তব্যটি সত্যের অপলাপ মাত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষাথীর্দের আন্তঃসম্পর্কের বন্ধন সব সময়ই প্রশংসনীয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে মনগড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, অপ্রত্যাশিত ও দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন জনাব আমির হামজাকে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রদানে সতর্ক ও বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানাচ্ছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
- 'Empowering Academia through Intellectual Property and Copyright Protection: A Bangladesh Perspective' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- অক্টোবরে চালু হচ্ছে জোবাইক
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্থান করে নেওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৫৪-তম ব্যাচে ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমির হামজার বক্তব্য সত্য নয় ॥ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে
- জাকসু’র নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের জন্য ই ডট কো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইডটকো’র সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস-এর অকাল মৃত্যু // উপাচার্যের শোক