জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিরাপত্তা টিম গঠিত হচ্ছে
Jul 13, 2025

প্রেস বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিরাপত্তা টিম গঠিত হচ্ছে

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ জুলাই ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত নিরাপত্তা টিম গঠিত হচ্ছে। আজ বেলা এগারোটায় সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা তত্ত্বাবধান ও সমন্বয় কমিটির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, বিশ্ববিদ্যালয়ের পার্শ^বর্তী প্রতিষ্ঠান বাংলাদেশ লোক প্রশাসনের প্রতিনিধি, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার-এর প্রতিনিধি, প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (বিএলআরআই), হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাভার ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নবম পদাতিক ডিভিশনের প্রতিনিধি, আনসার ভিডিপির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

 

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে সকলে দায়িত্ব পালন করছি। এই সময়ে দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং। তবে আমরা পারস্পরিক সহযোগিতা করলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারি। উপাচার্য এ লক্ষ্যে মেসেজিং প্লাটফর্ম (হোয়াটসএ্যাপে) একটি সমন্বিত গ্রুপ গড়ে তোলা সার্বিক নিরাপত্তা কার্যকর ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেন। উপাচার্য আসন্ন জাকসু নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে।  মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অভিন্ন মত প্রকাশ করেন এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases