ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’-এর প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ
Jul 09, 2025

প্রেস বিজ্ঞপ্তি

‘ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’-এর প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ ॥

তথ্য-প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পে সরকার বরাদ্দ দিচ্ছে

-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৮ জুলাই ২০২৫

 

‘ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’-এর প্রশিক্ষণ কর্মসূচির আজ সমাপনী দিনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, শিক্ষাথীর্দের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য সরকার নানা ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। তথ্য-প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পে সরকার বরাদ্দ দিচ্ছে। সরকার আশা করে তথ্য-প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে শিক্ষাথীর্রা নিজেদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব প্রশিক্ষণাথীর্দের কর্মদক্ষতা প্রয়োগ করে দেশে-বিদেশে সুনাম অর্জন এবং দেশ ও নিজেকে সমৃদ্ধ করার আহ্বান জানান। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের অন্যান্য জনগোষ্ঠীকে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নের গতি বৃদ্ধি করতে হবে। তিনি এক্ষেত্রে শিক্ষাথীর্দের সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করে বলেন, সদিচ্ছাই মানুষকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সাহায্য করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ প্রশিক্ষণাথীর্দের অভিনন্দন জানান এবং কর্মক্ষেত্রে তাদের সাফল্য কামনা করেন। বেলা দুইটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র (আইআইটি) পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. শামীম আল মামুন। 

 

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে আইআইটি কতৃর্ক পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৬৩টি ব্যাচের মাধ্যমে জাহাঙ্গীরনগর এবং দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১৭৯ জন শিক্ষাথীর্ অংশগ্রহণ করেন। 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases