Apr 15, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাবিইপা’র পাঁচদিনব্যাপী বইমেলার উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ এপ্রিল ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামি পাঠাগার কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে উপাচার্য এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের জীবনের ইহজাগতিক ও পরজাগতিক অংশ রয়েছে। আমাদের পরজাগতিক জীবন কেমন হবে, সেখানে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে, এসব বিষয়ে আমাদের প্রস্তুতি আছে কিনা, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের ব্যক্তিগত জীবনে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই বইমেলা ইসলামি জীবনাদর্শে যারা বিশ্বাসী তাদের জন্য ইতিবাচক আচরণগত পরিবর্তনে সহায়ক হবে বলে জানান। এছাড়া যারা এই আয়োজন করেছেন তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলেও উপাচার্য জানান।
অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন
- মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত - জাবি উপাচার্য
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ
- মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি নিহত / উপাচার্যের শোক
- Times Higher Education (THE) র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শীর্ষস্থান অর্জন \ উপাচার্যের অভিনন্দন
- দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম খুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারানা বেগমের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক