Apr 10, 2025

প্রেস বিজ্ঞপ্তি
অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ এপ্রিল ২০২৫
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘আনন্দশালা: স্পেশাল নীড্স এডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে আনন্দশালা প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমাদের বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয় রয়েছে, তেমনিভাবে মানুষের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ও সহযোদ্ধা রয়েছে, তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে এই উপলব্ধি তৈরি করতে পারলে বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর থেকে বৈষম্য দূর করা যাবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দশালার পরিচালক (অনারারী) এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুমানা রইছ।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Times Higher Education (THE) র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শীর্ষস্থান অর্জন \ উপাচার্যের অভিনন্দন
- দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম খুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারানা বেগমের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক
- ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ন্যায্যতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই গণ-আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে - জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ইডিজিই এবং বিসিসি প্রতিনিধি দলের আরআইসি পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ
- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফার মাতা খাদিজা খাতুনের মৃত্যুতে উপাচার্যের শোক
- জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
- 'Empowering Academia through Intellectual Property and Copyright Protection: A Bangladesh Perspective' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- অক্টোবরে চালু হচ্ছে জোবাইক
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্থান করে নেওয়ায় উপাচার্যের অভিনন্দন