Feb 17, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আজ (১৭ ফেব্রুয়ারি, সোমবার) ‘সি-১’ ইউনিট কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং 'বি' ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ চার শিফটে পরীক্ষার মধ্য দিয়ে এই শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ সম্পন্ন হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নতুন কলা ভবনে ভতি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমি সহকর্মীসহ সকল অংশীজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল টিমের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে রোভার স্কাউট, বিএনসিসি,গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাচ্ছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- সদ্গুণ সম্পর্কে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, নৈতিক সদ্গুণ চর্চায় সেরা হতে হবে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জরুরি প্রেস বিজ্ঞপ্তিঃ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক আউডি হ্যাক করে এবং ০১৩৩৭৫৩৪৯৬৬ মোবাইল নম্বর থেকে কতিপয় ব্যক্তির নানা ধরনের আপত্তিকর মেসেজ ও কলে বিভ্রান্ত না হওয়ার এবং ০১৩৩৬৯৩০৯৯২ বিকাশ নম্বরে আর্থিক লেনদেন না করার আহ্বান
- ‘জাবিতে নতুন তদন্তে তালিকা কমলো ২৫৯-এ, আড়াল করা হলো ৩০ হামলাকারীকে’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
- টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় \ উপাচার্যের অভিনন্দন
- `Intellectual Property Rights’ - শীর্ষক প্রশিক্ষণ কমর্শালা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট কর্তৃক গৃহীত পদক্ষেপ
- উপাচার্যের সঙ্গে নিপ্পন কোয়েই জাপান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আান্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু- উদ্বোধনী খেলায় সরকার ও রাজনীতি বিভাগ জয়ী
- বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- জাকসু ও হল সংসদের খসড়া গঠনতন্ত্র উপাচার্যের নিকট হস্তান্তর