জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
Jan 05, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকত উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন, কম্পট্রোলার মো. মোসানুল কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন" শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত ১৮টি কাজের (জহির রায়হান অডিটোরিয়ামের এর মডিফিকেশন, সেলিম আলদীন মুক্ত মঞ্চের উন্নয়ন, রাস্তার উন্নয়ন, ০৯টি সাবস্টেশন, ০৫টি জেনারেটর এবং ফটোকপি মিশন, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও ডিজিটাল সেটআপ ক্রয়-পরিশিষ্ট-১ এ উল্লেখ মোতাবেক) নির্মাণ, সরবরাহ ও আনুসঙ্গিক কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সম্পন্ন করবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases