‘‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking‘‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Dec 10, 2025

প্রেস বিজ্ঞপ্তি

‘‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking‘‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ ডিসেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking‘‘  শীর্ষক কর্মশালা আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে প্রশাসন, অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ডিন মহোদয়রা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের প্রোফাইল হালনাগাদ করতে বললে সেটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। উপাচার্য আরও বলেন, শিক্ষকগণ নৈতিকভাবে সঠিক হলে বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা খুব সহজেই সমাধান হবে। 

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যাপক ড. এম শামীম কায়সার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. বোরহান উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিইউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

 

হাফিজুর রহমান

রিপোর্টার

 

Recent Press Releases