জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আধুনিকায়নে নবযাত্রা শুরু, যুগোপযোগী অটোমেশন টুলস সংযোজন
Aug 04, 2025

প্রেস বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আধুনিকায়নে নবযাত্রা শুরু,

যুগোপযোগী অটোমেশন টুলস সংযোজন

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৪ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আধুনিকায়নে নবযাত্রা শুরু করেছে। আজ গ্রন্থাগার অফিস আয়োজিত ‘জুলাই গাথা : দৃশ্যপটে নীরব স্মৃতিচারণ ও জাবি গ্রন্থাগার আধুনিকায়নে নবযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে সহজ ও পুস্তকের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার অটোমেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে একাধিক যুগোপযোগী অটোমেশন টুলস সংযোজন করা হয়েছে। উপাচার্য বলেন, গ্রন্থাগারে প্রবেশের জন্য আরএফআইডি ও ইউএইচএফ সিকিউরিটি গেইট, সহজে বই খুঁজে পেতে ও ইস্যু করতে বুক সার্চিং ও  ইস্যু কিঅস্ক এবং সহজে ইস্যুকৃত বই জমা দেওয়ার জন্য ড্রপবক্সের সংযোজন করা হয়েছে। ড্রপবক্সের ফলে শিক্ষার্থীরা গ্রন্থাগারে না এসেই তাদের ইস্যুকৃত বই অনুষদ বা আবাসিক হলে থেকে গ্রন্থাগারে জমা দিতে পারবেন। ফলে শিক্ষার্থীদের সময় সাশ্রয় হবে এবং অনেক বেশি গ্রন্থের সাথে শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক তৈরি হবে। উপাচার্য বলেন, শিক্ষকদের টেক্সট কারেকশনের বিষয়টি লক্ষ্য রেখে গ্রন্থাগারে গ্রামারলির সাবস্ক্রিপশন নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে অটোমেশন ও তাদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। গ্রন্থাগার অটোমেশনের এই প্রক্রিয়া সম্প্রসারণ ও টেকসইকরণের বিষয়েও উপাচার্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আধুনিকায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে উপাচার্য এসব কথা বলেন। 

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সোহেল রানা, সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রন্থাগারের ডেপুটি ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম। 

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases