Apr 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি
উপাচার্যের সঙ্গে নিপ্পন কোয়েই জাপান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ এপ্রিল ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিপ্পন কোয়েই জাপান ও বাংলাদেশ প্রতিনিধিদল। আজ বেলা দেড়টার দিকে উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক, নিপ্পন কোয়েই জাপানের পক্ষে উপস্থিত ছিলেন তাকু মিহারা, এইজি ওকাদা, হিদেতসুগু সাকোদা, নিপ্পন কোয়েই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্লানার আব্দুল মোত্তালেব। আরও উপস্থিত ছিলেন ফুড এন্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর জিআইএস স্পেশালিস্ট আসিফ খান।
সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শেষে চাকরির সুযোগ তৈরি করতে প্রকল্পমুখী গবেষণা সেল তৈরির বিষয়ে আলোচনা করেন। এছাড়াও যৌথ গবেষণা এবং পারস্পরিক শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান প্রণয়ণের ব্যাপারেও তাদের সহযোগিতার সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- বিজনেস স্টাডিজ অনুষদে বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত \ শিক্ষাখাতে বরাদ্দ সংকুচিত করা হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, আই.আই.টি ও আই আর এস এন্ড জিআইএস এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পিছনে অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের বিশাল অবদান রয়েছে - জাবি উপাচার্য
- সদ্গুণ সম্পর্কে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, নৈতিক সদ্গুণ চর্চায় সেরা হতে হবে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জরুরি প্রেস বিজ্ঞপ্তিঃ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক আউডি হ্যাক করে এবং ০১৩৩৭৫৩৪৯৬৬ মোবাইল নম্বর থেকে কতিপয় ব্যক্তির নানা ধরনের আপত্তিকর মেসেজ ও কলে বিভ্রান্ত না হওয়ার এবং ০১৩৩৬৯৩০৯৯২ বিকাশ নম্বরে আর্থিক লেনদেন না করার আহ্বান
- ‘জাবিতে নতুন তদন্তে তালিকা কমলো ২৫৯-এ, আড়াল করা হলো ৩০ হামলাকারীকে’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
- টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় \ উপাচার্যের অভিনন্দন
- `Intellectual Property Rights’ - শীর্ষক প্রশিক্ষণ কমর্শালা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট কর্তৃক গৃহীত পদক্ষেপ
- উপাচার্যের সঙ্গে নিপ্পন কোয়েই জাপান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ