গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, আই.আই.টি ও আই আর এস এন্ড জিআইএস এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
May 18, 2025

প্রেস বিজ্ঞপ্তি

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, আই.আই.টি ও আই আর এস এন্ড জিআইএস এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ মে ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, আই.আই.টি ও আই আর এস এন্ড জিআইএস এর বার্ষিক গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সবার গবেষণা কাজের মূল্যায়নের জন্য নির্দিষ্ট একটি জায়গায় সকলের উপস্থিতিতে উপস্থাপন করার উদ্যোগ নেওয়া প্রয়োজন, এতে করে অনুষদভুক্ত শিক্ষকদের মধ্যে গবেষণা অভিজ্ঞতায় বহুমাত্রা যোগ হতে পারে। তিনি অনুষদে সম্পাদিত উন্নততর গবেষণা প্রবন্ধগুলো বাছাই করে সেগুলোর ওপর সেমিনার আয়োজন এবং নির্বাচিত গবেষকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে করে গবেষকগণ  গবেষণা কাজে উৎসাহিত হতে পারেন। বিশ্ববিদ্যালয়ে গবেষণায় যাঁরা অধিকতর সাফল্য অর্জন করছেন, তাঁদের গবেষণায় আর্থিক বরাদ্দের পরিমাণ বাড়ানো এবং নবীন গবেষকদের গবেষণা মান উন্নয়নে অভিজ্ঞ গবেষকদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। উপ-উপাচার্য (শিক্ষা) উন্নত মান সম্পন্ন গবেষণা প্রবন্ধগুলো একত্রিত করে জার্নাল হিসেবে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুব কবির। অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

               

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases