জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পিছনে অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের বিশাল অবদান রয়েছে - জাবি উপাচার্য
May 15, 2025

প্রেস বিজ্ঞপ্তি

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পিছনে 

অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের বিশাল অবদান রয়েছে 

- জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ মে ২০২৫ 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ১ম ক্লাস গ্রহণকারী অর্থনীতি বিভাগের শিক্ষক এবং এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুরকে বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মরণোত্তর সম্মাননা পদক প্রদান করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার। জাহাঙ্গীরনগর থিয়েটার কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী নাট্য উৎসবের  দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ পদক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমি ব্যক্তি হিসেবে যতটুকু গড়ে উঠেছি, সেখানে প্রায় নব্বইভাগ অবদান অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের। বিদ্যা, বুদ্ধি, মেধা এবং রাজনৈতিক সচেতনতার দিক থেকে তিনি অসাধারণ মানুষ ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার পিছনে তাঁর বিশাল অবদান রয়েছে। জাহাঙ্গীরনগর থিয়েটারের এরকম আয়োজনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করায় উপাচার্য আয়োজকদের ধন্যবাদ জানান।  

 

অনুষ্ঠানে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের মেয়ে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. তাসমিনা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য, অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান ২০০৪-২০০৮ সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য ছিলেন। তিনি ২০২১ সালের ২০ আগস্ট করেনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases