Aug 19, 2018
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ আগস্ট ২০১৮।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক নাট্যাচার্য ড. সেলিম আল দীনের আজ ৬৯তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে বেলা এগারোটায় সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, নাট্যব্যক্তিত্ব ও সেলিম আল দীনের নাট্যসঙ্গী নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী এবং শিল্প অনুরাগীগণ সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরআগে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সেলিম আল দীনের সমাধিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী এবং সেলিম আল দীনের গুণগ্রাহীগণ অংশ গ্রহণ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর প্রো-উপাচার্য বলেন, নাটকের উৎকর্ষ সাধনে সেলিম আল দীন অসামান্য অবদান রেখেছেন। তিনি গ্রাম থিয়েটার প্রতিষ্ঠার মাধ্যমে নাটককে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছেন। সেলিম আল দীন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়কে সম্মানিত করেছেন। বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে প্রো-উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, সেলিম আল দীন ফাউন্ডেশন, তাঁর পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সেলিম আল দীনের জন্মজয়ন্তী উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে আজ বিশ^বিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক সেমিনার এবং সেলিম আল দীন রচিত নাটক মঞ্চায়ন করা হয়।
- প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
- ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
- প্রথম বর্ষ ভর্তি ফরম বিক্রিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সহায়তা দিবে সূর্যপে
- ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই -উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
- ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাকিয়া তাসনিমের মৃত্যুতে উপাচার্যের শোক
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।।
- বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের দর্শন বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত।।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- গণিত বিভাগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু