প্রথম বর্ষ ভর্তি ফরম বিক্রিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সহায়তা দিবে সূর্যপে
Dec 31, 2024
প্রেস বিজ্ঞপ্তি
প্রথম বর্ষ ভর্তি ফরম বিক্রিতে অনলাইন পেমেন্ট
গেটওয়ে সহায়তা দিবে সূর্যপে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩১ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে সূর্যপে’র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে আজ বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং সূর্যপে’র পক্ষে সূর্যমুখী লিমিটেড-এর এমডি ও সিইও ফিদা হক। এ চুক্তির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষ ভর্তি ফরম বিক্রিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সহায়তা দিবে প্রতিষ্ঠানটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাবাধ্যক্ষ মো. মোসনুল কবির, শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা প্রমুখ।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases