নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন
Dec 14, 2025

প্রেস বিজ্ঞপ্তি

নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ ডিসেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবনির্মিত ৬ আবাসিক হলের গ্যাস সংযোগ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ বিকাল চারটায় বীরপ্রতীক তারামন বিবি হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে উপাচার্য প্রধান অতিথি হিসেবে এ গ্যাস সংযোগের উদ্বোধন করেন।

 

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বীর 

বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবেদা সুলতানা, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুু, জিএস মো. মাজহারুল ইসলাম, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন বিষয়ক সম্পাদ মো. আহসান লাবিব, কার্যকরী সদস্য মো. আবু তালহাসহ জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন, স্টুডেন্টস ফর জাস্টিসের সংগঠক নাজমুল ইসলাম লিমন,

বীরপ্রতীক তারামন বিবি হল সংসদের ভিপি ফারজানা উর্মি ও জিএস প্রিয়াংকা কর্মকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের ভিপি মো. রাকিবুল ইসলাম ও জিএস মো. আলী আহাম্মদ, সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, তিতাস গ্যাস সাভারের মিটারিং শাখার ব্যবস্থাপক তৌফিক ইলাহী সবুজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

ড. মোহাম্মদ মহিউদ্দিন

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases