Apr 13, 2025
প্রেস বিজ্ঞপ্তি
বাংলা নববর্ষ উদ্যাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা বিষয়ক নির্দেশনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিল ২০২৫
আগামীকাল বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪৩২ উদ্যাপনের বিষয়ে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে চলাচলের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
এসব নিদের্শনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তার স্বার্থে স্ব স্ব পরিচয় পত্র বহন করতে হবে, বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেইট বন্ধ থাকবে, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত মোটর সাইকেল ব্যতীত সকল প্রকার মোটর সাইকেল আজ (১৩ এপ্রিল, ২০২৫) রাত ১০টা থেকে আগামীকাল (১৪ এপ্রিল, ২০২৫) রাত ১২টা পর্যন্ত চলাচল/প্রবেশ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকার বিহীন যেকোনো গাড়ি বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ থাকবে, পূর্বের নির্দেশনা মোতাবেক ব্যাটারি চালিত সব ধরনের অটোরিক্সা প্রবেশ/চলাচল নিষিদ্ধ।
নববর্ষের শোভাযাত্রার রোডম্যাপ অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হবে এবং অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলে ব্যাকপ্যাক বহন থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হতে পারে। বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বটতলাসহ ক্যাম্পাসের যেসব স্থানে খাবারের আয়োজন করা হবে, সেসব স্থানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খাবারের মানের দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিরাপত্তা শাখার কন্ট্রোল রুমে (মোবাইল নম্বর : ০১৭৬৫৩৩৩৯৫৮) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ‘এ’ ইউনিট-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত \ আইবিএ-জেইউ ইউনিটের ফল প্রকাশ
- আইবিএ এবং ‘এ’ ইউনিট-এর ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- 'ডি' ইউনিট-এর ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- 'সি-১' ও 'ডি' ইউনিট-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত / 'সি', 'বি' ও 'ই' ইউনিটের ফলাফল প্রকাশ
- 'বি' ও 'ই' ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘সি’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- `Social Emotional Wellbeing Orientation and Peer-to-Peer Learning Session’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
- নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত