Apr 13, 2025

প্রেস বিজ্ঞপ্তি
বাংলা নববর্ষ উদ্যাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা বিষয়ক নির্দেশনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিল ২০২৫
আগামীকাল বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪৩২ উদ্যাপনের বিষয়ে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে চলাচলের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
এসব নিদের্শনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তার স্বার্থে স্ব স্ব পরিচয় পত্র বহন করতে হবে, বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেইট বন্ধ থাকবে, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত মোটর সাইকেল ব্যতীত সকল প্রকার মোটর সাইকেল আজ (১৩ এপ্রিল, ২০২৫) রাত ১০টা থেকে আগামীকাল (১৪ এপ্রিল, ২০২৫) রাত ১২টা পর্যন্ত চলাচল/প্রবেশ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকার বিহীন যেকোনো গাড়ি বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ থাকবে, পূর্বের নির্দেশনা মোতাবেক ব্যাটারি চালিত সব ধরনের অটোরিক্সা প্রবেশ/চলাচল নিষিদ্ধ।
নববর্ষের শোভাযাত্রার রোডম্যাপ অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হবে এবং অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলে ব্যাকপ্যাক বহন থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হতে পারে। বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বটতলাসহ ক্যাম্পাসের যেসব স্থানে খাবারের আয়োজন করা হবে, সেসব স্থানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খাবারের মানের দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিরাপত্তা শাখার কন্ট্রোল রুমে (মোবাইল নম্বর : ০১৭৬৫৩৩৩৯৫৮) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নতুন করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা জুলাই-আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করবেন -জাবি উপাচার্য
- আমরা বিভাজিত হলে, পরাজিত শক্তি জয়ী হবে -জাবি উপাচার্য
- JULY WOMEN’S DAY পালিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিরাপত্তা টিম গঠিত হচ্ছে
- ফার্মেসী বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগমের মৃতু্যতে উপাচার্যের শোক
- ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’-এর প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে কনসালটিং ফার্ম নিয়োগের দরপত্র প্রকাশ
- প্রগ্রেস অন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ইনোভেশন রিসার্চ প্রজেক্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ