Jun 24, 2024
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ জুন ২০২৪।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ল্যাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ, আইন অনুষদ এবং আইবিএ-জেইউ এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ডি নথি বিষয়ে জানা এবং এর প্রয়োগ গুরুত্বপূর্ণ। প্রযুক্তি উন্নয়নের সাথে কর্মক্ষেত্রের সকল পুরাতন পদ্ধতি বদলে যাচ্ছে এবং মানুষ প্রযুক্তি উন্নয়নের সাথে নিজেদের সম্পৃক্ত করে নিচ্ছে। ডি নথি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদেরকে আরও এগিয়ে নিতে পারবে। ডি নথির মাধ্যমে কাজ দ্রুত ও স্বচ্ছ হবে এবং জবাবদিহিতাও বাড়বে। এতে সর্বোপরি দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, আইন অনুষদের ডিন তাপস কুমার দাস, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) পরিচালক অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম, আাইআইটি’র পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক -অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- শাওন মাহমুদ ডায়ানা অ্যাওয়ার্ড লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় ৩৬ লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর
- বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দুর্ঘটনায় নিহত আফসানা করিমের পরিবার সদস্যদের সাক্ষাৎ \ আফসানা করিমের স্মৃতি রক্ষার্থে সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস
- প্রগ্রেস অব ওবিই ক্যারিকুলাম শীর্ষক আইকিউএসি’র কর্মশালা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়কর বিষয়ক সেবা ও তথ্য প্রদান
- আফসানা করিমের মৃত্যুর ঘটনায় অপরাধীকে শনাক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে -জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান
- স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
- নবীন চোখে গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- জিআইএস ডে-২০২৪ উদযাপন- Building Geospatial Skills, A Beginner Guide to QGIS and Openstreetmap শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত