Jun 24, 2024
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ জুন ২০২৪।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ল্যাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ, আইন অনুষদ এবং আইবিএ-জেইউ এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ডি নথি বিষয়ে জানা এবং এর প্রয়োগ গুরুত্বপূর্ণ। প্রযুক্তি উন্নয়নের সাথে কর্মক্ষেত্রের সকল পুরাতন পদ্ধতি বদলে যাচ্ছে এবং মানুষ প্রযুক্তি উন্নয়নের সাথে নিজেদের সম্পৃক্ত করে নিচ্ছে। ডি নথি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদেরকে আরও এগিয়ে নিতে পারবে। ডি নথির মাধ্যমে কাজ দ্রুত ও স্বচ্ছ হবে এবং জবাবদিহিতাও বাড়বে। এতে সর্বোপরি দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, আইন অনুষদের ডিন তাপস কুমার দাস, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) পরিচালক অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম, আাইআইটি’র পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক -অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই -উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
- ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাকিয়া তাসনিমের মৃত্যুতে উপাচার্যের শোক
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।।
- বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের দর্শন বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত।।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- গণিত বিভাগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু
- কনফারেন্সে অংশগ্রহণের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কলম্বো গমন \ উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য (শিক্ষা)
- জাবিতে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান