Sep 27, 2019
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ সেপ্টেম্বর ২০১৯।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে। এ উপলক্ষে শেখ হাসিনা হলে প্রধান অতিথি হিসেবে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন। কেক কাটার প্রাক্কালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রাখার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায়ও ব্যাপক সাফল্যের পরিচয় দিতে সক্ষম হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও গঙ্গার পানি বণ্টন চুক্তি তাঁর সরকারের অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে তার নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ও মধ্যম আয়ের আধুনিক ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে নিয়োজিত আছে। উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম এবং সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের দ্বারপ্রান্তে। জাতি আশা করছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ তার আকাক্সিক্ষত লক্ষ্যমাত্রা উন্নত দেশের মর্যাদা অর্জন করবে। উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেন। হল প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকসহ বিভিন্ন অনুষদ ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক এবং হলের ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- নির্মাণ শ্রমিক রাকিব-এর মর্মান্তিক মৃত্যু I প্রশাসনের শোক ও তদন্ত কমিটি গঠন
- 'Digital Contents: Information, Risk and Ethics' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালা'র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- জাবি উপাচার্য পাঁচদিনের সফরে চীন যাচ্ছেন
- আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন
- মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত - জাবি উপাচার্য
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ