Oct 16, 2019
প্রেস বিজ্ঞপ্তি
জাবি পরিবহন পুলে নতুন ৩টি বাস যুক্ত ॥
লেখাপড়া সম্পন্নকারী শিক্ষার্থীদের
অবিলম্বে হল ছাড়ার নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ অক্টোবর ২০১৯।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আজ নতুন ৩টি বাস যুক্ত করা হয়েছে। বাস তিনটির মধ্যে নতুন ক্রয়কৃত ২টি এবং অপরটি মেরামতকৃত বাস। এছাড়াও বিশ^বিদ্যালয়ের ২জন প্রো-উপাচার্যের জন্য ২টি জীপ গাড়ি ক্রয় করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের অর্থায়নে ক্রয়কৃত নতুন ২টি বাসের মধ্যে একটি হিনো বাস, যার মূল্য ৭৮ লাখ ৫০ হাজার টাকা এবং অপরটি এইচার (ঊওঈঐঊজ) কোম্পানীর, যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পুরনো বাসটি মেরামত করে নতুনভাবে চলাচল উপযোগী করতে ব্যয় হয়েছে সাড়ে ৬ লাখ টাকা। ২জন প্রো-উপাচার্যের জীপ গাড়ি বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে ক্রয় করা হয়েছে। প্রতিটি জীপ গাড়ির দাম ৯২ লাখ টাকা।
আজ বেলা বারোটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ফিতা কেটে পরিবহন সেবায় তিনটি বাসের সংযুক্তি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদার, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. খো. লূৎফুল এলাহী, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন। ফিতা কেটে উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। বিশ^বিদ্যালয়ে অধিকতর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের বাসস্থান নিশ্চিত করতে চান। এটি করা সম্ভব হলে ‘গণরুম’ আর থাকবে না। উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, বিশ^বিদ্যালয়ের আবাসিক হলগুলোতে লেখাপড়া সম্পন্নকারী যেসব শিক্ষার্থী অবস্থান করছে, তাদেরকে অবিলম্বে হল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বাস উদ্বোধনের পর উপাচার্য এবং অন্যান্য ব্যক্তিগণ বাসে উঠে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- ন্যাচার ফেস্ট-২০২৫ উদযাপন / পরিবেশ সচেতনতা বৃদ্ধির তাগিদ
- নির্মাণ শ্রমিক রাকিব-এর মর্মান্তিক মৃত্যু I প্রশাসনের শোক ও তদন্ত কমিটি গঠন
- 'Digital Contents: Information, Risk and Ethics' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালা'র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- জাবি উপাচার্য পাঁচদিনের সফরে চীন যাচ্ছেন
- আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন
- মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত - জাবি উপাচার্য
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ