প্রয়াত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এর পরিবারের হাতে মৃত্যু বিমা দাবির চেক হস্তান্তর
Nov 09, 2025

প্রেস বিজ্ঞপ্তি

প্রয়াত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এর পরিবারের হাতে
মৃত্যু বিমা দাবির চেক হস্তান্তর


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৯ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এর পরিবারের হাতে মৃত্যু বিমা দাবি বাবদ ৪ লাখ টাকার চেক হস্তান্তর করেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স। রবিবার সকাল সাড়ে দশটায় উপাচার্য কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়। জান্নাতুল ফেরদৌস-এর বাবা মো. মোস্তাফিজুর রহমান ও মাতা লুৎফুন্নাহার ইন্সুরেন্সের চেক গ্রহণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, কম্পট্রোলার মো. মোসানুল কবীর, ডেপুটি কম্পট্রোলার মো. সাইফুল ইসালমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত

Recent Press Releases