গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি \ প্রকল্প প্রতি সর্বোচ্চ বরাদ্দ ১ লাখ ৫০ হাজার টাকা
Aug 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি

গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি \

প্রকল্প প্রতি সর্বোচ্চ বরাদ্দ ১ লাখ ৫০ হাজার টাকা

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ আগস্ট ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত শিক্ষকগণের গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের অর্থ বরাদ্দ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

উল্লেখ্য, গত অর্থবছরে (২০২৪-২০২৫) গবেষণা প্রকল্পে বরাদ্দ ৩৯ হাজার টাকা বৃদ্ধি করে ১ লাখ ৪৫ হাজার টাকা করা হয়, যা ২০২৩-২০২৪ অর্থবছরে ছিলো ১ লাখ ৬ হাজার টাকা।

 

উপাচার্য বলেন, চাহিদার তুলনায় অপ্রতুল হলেও এই বরাদ্দ বৃদ্ধি শিক্ষকদের গবেষণায় উৎসাহ প্রদান করবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে আরও উচ্চ পর্যায়ে নিতে গবেষণার মান বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে বর্তমান প্রশাসন গবেষণা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি ও গবেষকদের প্রণোদনা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। উপাচার্য স্কোপাস ইনডেক্স জার্নাল, জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে গবেষণা প্রকাশনা, পিয়ার রিভিউ জার্নালে গবেষণা প্রবন্ধ ও বই প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়ানোর উদ্যোগ গ্রহণের ইচ্ছার কথা ব্যক্ত করেন ।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

ড. মোহাম্মদ মহিউদ্দিন

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases