গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের প্রস্তাবিত স্থানে গাছ উপড়ে ফেলার বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রশাসনিক সভায় গৃহীত এবং অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের সকল নির্মাণ কাজ চালুকরণ
Aug 27, 2025
Aug 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের প্রস্তাবিত স্থানে গাছ উপড়ে ফেলার বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রশাসনিক সভায় গৃহীত এবং অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের সকল নির্মাণ কাজ চালুকরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ (২৬ আগস্ট ২০২৫ তারিখ) প্রশাসনিক সভায় পদার্থ বিজ্ঞান ভবনের পশ্চিমে ও নির্মাণাধীন লেকচার থিয়েটারের দক্ষিণ পাশে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানে গাছ উপড়ে ফেলার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ গৃহীত হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত গণিত বিভাগের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ অনুযায়ী শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছে। তবে জড়িত শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে স্বীকার করেছে যে, তাদের ধৈর্য্য ধরা উচিত ছিলো এবং অসহিষ্ণু হয়ে ঘটানো কর্মকাণ্ড ভুল ছিল মর্মে দুঃখ প্রকাশ করায় পরবর্তীতে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে গুরুতর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কীকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রকল্প অফিসকে না জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত গাছ কেটে অনৈতিক ও বিধি পরিপন্থি আচরণ করেছে। এই কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্যের ক্ষতি সাধিত হয়েছে। উক্ত স্থানে যে সংখ্যক গাছ উপড়ে ফেলা হয়েছে ক্ষতিপূরণ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মাস্টারপ্ল্যানের সাথে সামঞ্জস্য রেখে প্রশাসনের অনুমোদনক্রমে নির্ধারিত স্থানে তার ১০ গুণ গাছ লাগাতে হবে। একই কাজের পুনরাবৃত্তি ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করা হবে। গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ক সম্প্রসারিত ভবনটি প্রণীতব্য মাস্টারপ্লানে অন্তর্ভুক্ত করে সমন্বয় করতে হবে। একই সাথে Biosafety, Biosecurity and Ethical Committee of Jahangirnagar University (BBEC-JU) ও Biodiversity and Environmental Impact Assessment (B&EIA) কমিটির সুপারিশ ও শিক্ষার্থীদের দাবিসমূহ বিবেচনায় নিয়ে নিম্নোক্ত শর্তসাপেক্ষে উপরে উল্লিখিত স্থানে নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১. নির্মিতব্য অবকাঠামোস্থলে বসবাসরত প্রাণীদের জন্য করিডোরের ব্যবস্থা রাখতে হবে।
২. নির্মিতব্য ভবনে Rain Water Harvesting করাসহ যথাযথভাবে পানি নিষ্কাশন ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
৩. লে-আউট মোতাবেক ন্যূনতম সংখ্যক গাছ ছাড়া অন্য কোনো গাছ কর্তন করা যাবে না।
৪. নির্মাণ কাজ চলাকালীন নির্মাণ সাইটের আশেপাশে অবস্থিত ভবনসমূহে ধূলিকণা যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. সংস্থাকে নির্মাণ কাজ চলাকালীন শ্রমিকদের নিরাপত্তাসহ সুরক্ষা দিতে প্রয়োজনীয় সকল Safety Tools and Equipment প্রদান ও ব্যবহার নিশ্চিত করতে হবে।
৬. নির্মাণ কাজ শেষ হওয়ার পরে উক্ত ভবনের চারপাশে পরিবেশবিদদের মতামত গ্রহণ করে মাস্টারপ্ল্যান অনুযায়ী পরিকল্পিতভাবে বনায়ন করতে হবে।
চারুকলা অনুষদ ভবনের Suitability Study কমিটির সুপারিশ প্রশাসনিক সভায় গৃহীত ও বিকল্প স্থানে চারুকলা অনুষদ ভবনের কাজ শুরু
"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকাল্টি বিল্ডিং স্থাপন" শীর্ষক প্রকল্পের আওতায় প্রস্তাবিত চারুকলা অনুষদ ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত তিনটি সাইটের 'Suitability Study' কমিটি কর্তৃক উপস্থাপিত "Environmental and Biodiversity Assessment and Planning and Social Impact Assessment" বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রশাসনিক সভায় গৃহীত হয়েছে। উল্লেখ্য, গত ২৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের Project Steering Committee (PSC) সভায় বিকল্প স্থানে উক্ত অনুষদ ভবনের জন্য সমপরিমাণ জায়গা চূড়ান্ত করে প্রস্তাবিত চারুকলা ভবন নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয় (স্মারক নম্বর-৩৭.০০.০০০০.১২৫.১৪.০৮৪.২৩-১৩৮, তারিখ : ০৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ)। 'Suitability Study' কমিটি কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনে উল্লিখিত বিশেষজ্ঞগণের সুপারিশ পর্যালোচনা করে তিনটি সাইটের মধ্যে তুলনামূলকভাবে কম জীববৈচিত্র সমৃদ্ধ এবং কম সোশ্যাল ইমপ্যাক্ট সম্পন্ন হওয়ায় প্রান্তিক গেটের উত্তর পাশের এলাকায় চারুকলা অনুষদ ভবন নির্মাণের সুপারিশ প্রশাসনিকভাবে গৃহীত হয়েছে।
প্রতিবেদনসমূহ সার্বিক পর্যালোচনা করে আজকের প্রশাসনিক সভায় আগামী ২৮ আগস্ট ২০২৫ তারিখ থেকে "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন" শীর্ষক প্রকল্পের আওতায় গাণিতিক ও পদার্থ বিষয়ক এবং কলা ও মানবিকী অনুষদ ভবনের সম্প্রসারিত অংশসহ সকল স্থগিত ভবনের নির্মাণ কাজ এবং একইসাথে "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকাল্টি বিল্ডিং স্থাপন" শীর্ষক প্রকল্পের আওতায় প্রস্তাবিত চারুকলা অনুষদ ভবনের নির্মাণ কাজ প্রান্তিক গেটের উত্তর পাশের এলাকায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি \ প্রকল্প প্রতি সর্বোচ্চ বরাদ্দ ১ লাখ ৫০ হাজার টাকা
- গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের প্রস্তাবিত স্থানে গাছ উপড়ে ফেলার বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রশাসনিক সভায় গৃহীত এবং অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের সকল নির্মাণ কাজ চালুকরণ
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় উপাচার্যের অভিনন্দন
- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘IoT-Based Smart Liquid Tress for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \ ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ
- জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- ২১ সেপ্টেম্বর ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু \ পোষ্য ভর্তিতে সংস্কার \ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে পোষ্য ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য