Feb 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি
আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইতিহাস বিভাগ ১৪ রানে প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টসে জিতে ইতিহাস বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাবিইপা’র পাঁচদিনব্যাপী বইমেলার উদ্বোধন
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত - ‘নতুন বাংলাদেশ গড়তে সকলে অঙ্গীকারবদ্ধ হবো’-জাবি উপাচার্য
- বাংলা নববর্ষ উদ্যাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা বিষয়ক নির্দেশনা
- জাকসু-এর প্রস্তাবিত গঠনতন্ত্র ও হল সংসদের প্রস্তাবিত গঠনতন্ত্র এর বিষয়ে মতামত প্রদানের অনুরোধ
- অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
- চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ধীমান সরকার-এর পিতা উপেন্দ্র কুমার সরকার-এর প্রয়াণে উপাচার্যের শোক
- Stop the Genocide in Gaza
- যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- জাবি উপ-উপাচার্যের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- জরুরি প্রেস বিজ্ঞপ্তি