Dec 01, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০১ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন হয়েছে। সোমবার বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নবায়নকৃত এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বিপসট-এর পক্ষে ডেপুটি কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, বিপসটের সিনিয়র ইন্সট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব বলেন, এ চুক্তির আওতায় শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসট পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিপসটে'র বিভিন্ন প্রোগ্রামে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বিপশট এর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্যের পক্ষে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বিপসট-এর ডেপুটি কমান্ড্যান্ট, সিনিয়র ইনস্ট্রাকটর ও অন্যান্যদের স্বাগত ও ধন্যবাদ জানান। তিনি সারা বিশ্বে যুদ্ধ-বিগ্রহে লিপ্ত বিভিন্ন অঞ্চলে পিস কিপিং মিশন পরিচালনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ও স্থিতিশীলতা ফিরিয়ে এনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে বিপশটের অনবদ্য ভূমিকার প্রসংশা করেন। বিপশটের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্ক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত লোক প্রশাসন, নৃবিজ্ঞান, এবং সরকার ও রাজনীতি বিভাগ, আইন অনুষদের আইন ও বিচার বিভাগ এবং কলা ও মানবিকী অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক এবং জানালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সুযোগ ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন। জাতীয় পর্যায়ে উল্লিখিত বিভাগগুলোর সাথে বিপশটের দ্বিপাক্ষিক সেমিনার, ওয়ার্কসপ ও কনফারেন্স আয়োজনের মাধ্যমে এমওইউ স্বাক্ষরকে বাস্তবে রূপ দেবার সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিপসটের ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিতীয় মেয়াদে বিপসটের এই চুক্তি নবায়নের মধ্য দিয়ে একাডেমিক সহযোগিতার দিগন্ত কার্যকর করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিপসটের প্রথম সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ‘‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking‘‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- `July Uprising 2024: An Overview of Oral History Archive’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রজাপতিসহ সকল প্রাণীর প্রতি আমাদের মানবিক ও যথাযথ আচরণ করতে হবে - জাবি উপাচার্য
- চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \ উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী
- ‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত \ সমাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন
- নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক আয়োজিত ছাত্রীদের আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ‘Celebrating Innovation and Capacity Building in Geospatial Science’ শীর্ষক GIS Day 2025 উদযাপন ও বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত