উপাচার্যের সঙ্গে নিপ্পন কোয়েই জাপান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
Apr 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি

উপাচার্যের সঙ্গে নিপ্পন কোয়েই জাপান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ এপ্রিল ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিপ্পন কোয়েই জাপান ও বাংলাদেশ প্রতিনিধিদল। আজ বেলা দেড়টার দিকে উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক, নিপ্পন কোয়েই জাপানের পক্ষে উপস্থিত ছিলেন তাকু মিহারা, এইজি ওকাদা, হিদেতসুগু সাকোদা, নিপ্পন কোয়েই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্লানার আব্দুল মোত্তালেব। আরও উপস্থিত ছিলেন ফুড এন্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর জিআইএস স্পেশালিস্ট আসিফ খান।

সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শেষে চাকরির সুযোগ তৈরি করতে প্রকল্পমুখী গবেষণা সেল তৈরির বিষয়ে আলোচনা করেন। এছাড়াও যৌথ গবেষণা এবং পারস্পরিক শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান প্রণয়ণের ব্যাপারেও তাদের সহযোগিতার সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases