বিজনেস স্টাডিজ অনুষদে বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত \ শিক্ষাখাতে বরাদ্দ সংকুচিত করা হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
May 19, 2025

প্রেস বিজ্ঞপ্তি

 

বিজনেস স্টাডিজ অনুষদে বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত \

শিক্ষাখাতে বরাদ্দ সংকুচিত করা হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে

বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ মে ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, দেশের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কম এবং এই বরাদ্দ ক্রমাগত সংকুচিত করা হচ্ছে। এতদসত্ত্বেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষকদের গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও সুযোগ সুবিধার উন্নয়ন করছে। তিনি বলেন, ব্যক্তি হিসেবে নিজেদের ত্রুটিবিচ্যুতি সম্পর্কে সচেতন হতে হবে এবং ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৎ কাজের চর্চা করতে হবে। উপাচার্য বিশ্ব র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত শিক্ষকদের অবদানের প্রশংসা করেন। তিনি শিক্ষকদের গবেষণা প্রবন্ধ বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশের আহ্বান জানান।

আজ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মিলেনিয়াম ইউনিভিার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অভিনয় চন্দ্র সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজনেস স্টাডিজ অনুষদে ডিন অধ্যাপক ড. নিগার সুলতানা।

 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে সম্পাদিত ২৫টি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। 

               

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases