Apr 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি
আান্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
উদ্বোধনী খেলায় সরকার ও রাজনীতি বিভাগ জয়ী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ এপ্রিল ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা।
উদ্বোধনী খেলায় সরকার ও রাজনীতি বিভাগ ৯ উইকেটে রসায়ন বিভাগকে পরাজিত করে। সকালে টসে জিতে রসায়ন বিভাগ ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯১ রান করে। জবাবে সরকার ও রাজনীতি বিভাগ ৬.৫ ওভারে ১ উইকেট ৯২ রান করে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট কর্তৃক গৃহীত পদক্ষেপ
- উপাচার্যের সঙ্গে নিপ্পন কোয়েই জাপান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আান্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু- উদ্বোধনী খেলায় সরকার ও রাজনীতি বিভাগ জয়ী
- বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- জাকসু ও হল সংসদের খসড়া গঠনতন্ত্র উপাচার্যের নিকট হস্তান্তর
- ইলেকট্রিক ভীহকল (ইভি) শাটল সার্ভিসের উদ্বোধন
- `Teacher's Induction Program on Tools for Quality Improvement’- শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কমর্শালা
- সমাজবিজ্ঞান অনুষদে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান ও মাস্টারপ্ল্যান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- জাবিইপা’র পাঁচদিনব্যাপী বইমেলার উদ্বোধন