আান্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু- উদ্বোধনী খেলায় সরকার ও রাজনীতি বিভাগ জয়ী
Apr 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি

আান্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

উদ্বোধনী খেলায় সরকার ও রাজনীতি বিভাগ জয়ী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ এপ্রিল ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা। 

 

উদ্বোধনী খেলায় সরকার ও রাজনীতি বিভাগ ৯ উইকেটে রসায়ন বিভাগকে পরাজিত করে। সকালে টসে জিতে রসায়ন বিভাগ ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯১ রান করে। জবাবে সরকার ও রাজনীতি বিভাগ ৬.৫ ওভারে ১ উইকেট ৯২ রান করে। 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases