এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - সামান্যতম নৈতিক বিচ্যুতিতেই আমাদের সব অর্জন হারিয়ে যেতে পারে -জাবি উপাচার্য
Aug 14, 2025

প্রেস বিজ্ঞপ্তি

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সামান্যতম নৈতিক বিচ্যুতিতেই আমাদের সব অর্জন হারিয়ে যেতে পারে

-জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ আগস্ট ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আজ বেলা সাড়ে বারোটায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এসএসসি ডিগ্রি জীবনের অন্যতম অর্জন। তবে কেবল লেখাপড়ার সাফল্যই যথেষ্ট নয়; এর সঙ্গে নৈতিক মূল্যবোধ ও আদর্শের সমন্বয় ঘটাতে হবে। পড়ালেখার পাশাপাশি নৈতিকভাবে আলোকিত হওয়া জরুরি। সামান্যতম নৈতিক বিচ্যুতিতেই আমাদের সব অর্জন হারিয়ে যেতে পারে। এজন্য সবারই সৎ চরিত্রের গুণাবলি অর্জন করতে হবে।

 

স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. তালিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং গভর্নিং বডির সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কবির উদ্দিন সিকদার। অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন জলি, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases