Dr. Most. Amina Khatun (Amina Momy)
Dr. Most. Amina Khatun (Amina Momy) Associate Professor, Department of Bangla

PROFILE

SHORT BIOGRAPHY

মোছা. আমিনা খাতুন, পিএইচডি (আমিনা মমি) (জ. ১৯৮৭)

আমিনা খাতুনের জন্ম ১৯৮৭ সালের ৩০শে নভেম্বর। ডাক নাম মমি। আমিনা মমি নামেই তিনি লেখালেখি করেন। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার অন্তর্গত লাহিড়ীবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. মতিয়ার রহমান (মরহুম) ও মাতা মোছা. রাহিলা বেগমের প্রথম সন্তান তিনি।

আমিনা মমি কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে প্রথম বিভাগে মাধ্যমিক এবং ২০০৫ সালে সিরাজগঞ্জ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ-মাধ্যমিক পাশ করেন। এরপর ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। ২০০৯ সালে প্রথম বিভাগে স্নাতক ও ২০১০ সালে প্রথম বিভাগ পেয়ে স্নাতকোত্তর শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি।

২০১২ সালের ২রা সেপ্টেম্বর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ঢাকায় তিনি বাংলার প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৩ সালের ২৩শে ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি প্রভাষক পদে যোগদান করেন। ২০১৬ সালের ২৩শে ফেব্রুয়ারি তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০১৮ সালের ৭ নভেম্বর পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন ৮ নভেম্বর ২০১৮ তারিখে। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপদ হিসেবে কর্মরত। 

আমিনা মমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট প্রাবন্ধিক যতীন সরকারের উপর ‘যতীন সরকারের প্রবন্ধ : সমাজ, রাজনীতি ও সাহিত্য’ শীর্ষক শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ২০১৯ সালে। তিনিই প্রথম মৌলিক গবেষণা করেন যতীন সরকারকে নিয়ে। যতীন সরকারের উপর এপার ও ওপার বাংলায় এটিই প্রথম কাজ। কাজটি তিনি জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালির তত্ত্বাবধায়নে করেন। তিনি তাঁর গবেষণা সুচারুরূপে সম্পাদনের জন্য প্রধানমন্ত্রীর গবেষণা সহায়তা তহবিলের আওতায় উচ্চশিক্ষা বৃত্তি ২০১৪ লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের দ্বিতীয় কৃতি শিক্ষার্থী হিসেবে তিনি এ বৃত্তি লাভ করেন। প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন অনুষদের মাত্র ছয়জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।

অদ্যাবধি তাঁর কোনো গ্রন্থ প্রকাশিত না হলেও তিনি বেশকিছু গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন যা বিভিন্ন গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রবন্ধগুলো হলো: 

ক. ‘অক্ষয়কুমার দত্তের বিজ্ঞানচিন্তা : সমসাময়িক ও সামাজিক পরিপ্রেক্ষিত’ বাংলা একাডেমি পত্রিকা, শামসুজ্জামান খান সম্পাদিত, ৫৭ বর্ষ, চতুর্থ সংখ্যা, অক্টোবর-ডিসেম্বর ২০১৩, বাংলা একাডেমি, ঢাকা।

খ. ‘কেরি সাহেবের মুন্সি : আদর্শিক সত্তার অনুসন্ধান’, বঙ্গবিদ্যা, মো. আতাউর রহমান সম্পাদিত, শ্রাবণ ১৪২১, বর্ষ- ০১, সংখ্যা- ০১, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

গ. ‘সিরাজুল ইসলাম চৌধুরীর চোখে শেকস্পীয়রের মেয়ে : ওথেলো’র ডেসডিমোনা’ সাহিত্যিকী, ড. মো. হারুন-অর-রশীদ সম্পাদিত, পঞ্চচত্বারিংশৎ খÐ, বৈশাখ ১৪২২, বর্ষ- ৫৬, সংখ্যা- ৪৫, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

ঘ. ‘নিঃসঙ্গ ও একাকী ওফেলিয়া নয়, হ্যামলেট’, সাহিত্যিকী, ড. পি. এম. সফিকুল ইসলাম সম্পাদিত, অষ্টাচত্বারিংশৎ খÐ, জৈষ্ঠ ১৪২৫, বর্ষ ৫৯, সংখ্যা- ৪৮, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

ঙ. ‘বাংলাদেশের প্রবন্ধসাহিত্য : সাহিত্য-প্রসঙ্গ’, দ্য জাহাঙ্গীরনগর রিভিউ, পার্ট-সি, ভলিউম-২৯ (সম্পা. ড. মোহাম্মদ মোজাম্মেল হক), মে-২০১৯, আইএসএসএন : ২৩০৬-৩৯২০, পৃ. ২০৭-২৩৩, কলা ও মানবিকী অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চ. ‘ছন্দ-কাঠামোর পরিবর্তনে নতুন গঠন : গদ্যকবিতা’, সাহিত্যিকী (সম্পা. ড. পি. এম. সফিকুল ইসলাম), সংখ্যা-৫০, পৃষ্ঠা : ১৭৭-১৯২, জুন ২০২০, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছ. ‘যতীন সরকারের প্রবন্ধে সমাজতান্ত্রিক চেতনা’, ভাষা-সাহিত্যপত্র, (সম্পা. নাহিদ হক), সংখ্যা-৪৬, পৃষ্ঠা : ১৪৯-১৬৭, জানুয়ারি ২০২১, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জ. বাংলাদেশের প্রবন্ধসাহিত্য : সমাজভাবনা দ্য জাহাঙ্গীরনগর রিভিউ, পার্ট-সি, ভলিউম-৩০ (সম্পা. ড. মোহাম্মদ মোজাম্মেল হক), ডিসেম্বর ২০২০, আইএসএসএন : ২৩০৬-৩৯২০, পৃ. ২০৭-২৩১, কলা ও মানবিকী অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঝ. যতীন সরকারের প্রবন্ধ : রাজনীতি-প্রসঙ্গ বাংলা একাডেমি পত্রিকা, মো. নুরুল হুদা সম্পাদিত, ৬৫ বর্ষ, ৩য় সংখ্যা, জুলাই-সেপ্টেম্বর ২০২১, পৃষ্ঠা-১৬২ বাংলা একাডেমি, ঢাকা।

ঞ. বাংলাদেশের প্রবন্ধসাহিত্য : রাজনীতি-প্রসঙ্গ, দ্য জাহাঙ্গীরনগর রিভিউ, পার্ট-সি, ভলিউম-৩১ (সম্পা. ড. মোহাম্মদ মোজাম্মেল হক), আইএসএসএন : ২৩০৬-৩৯২০, কলা ও মানবিকী অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংখ্যায় প্রকাশিত হবে।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের গবেষণা অনুদান নিয়ে ২০২০-২০২১ বর্ষে ‘হাসান আজিজুল হকের প্রবন্ধে সাহিত্যচিন্তা’ বিষয়ক গবেষণা এবং ২০২১-২০২২ বর্ষে গবেষণা অনুদান নিয়ে ‘উনিশ শতকে স্ত্রীশিক্ষা : পক্ষ-বিপক্ষের যুক্তি ও প্রয়োজনীয়তা’ শিরোনামে গবেষণা করেছেন। বর্তমানে তিনি ২০২২-২০২৩ বর্ষে ‘রবীন্দ্র-আইনস্টাইন বিতর্কে সত্যে’র স্বরূপ : সত্য মানবায়িত’ শীর্ষক শিরোনামে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

 

 

RESEARCH INTEREST

বাংলা প্রবন্ধ

All Publications

ক. ‘অক্ষয়কুমার দত্তের বিজ্ঞানচিন্তা : সমসাময়িক ও সামাজিক পরিপ্রেক্ষিত’ বাংলা একাডেমি পত্রিকা, শামসুজ্জামান খান সম্পাদিত, ৫৭ বর্ষ, চতুর্থ সংখ্যা, অক্টোবর-ডিসেম্বর ২০১৩, বাংলা একাডেমি, ঢাকা।

খ. ‘কেরি সাহেবের মুন্সি : আদর্শিক সত্তার অনুসন্ধান’, বঙ্গবিদ্যা, মো. আতাউর রহমান সম্পাদিত, শ্রাবণ ১৪২১, বর্ষ- ০১, সংখ্যা- ০১, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

গ. ‘সিরাজুল ইসলাম চৌধুরীর চোখে শেকস্পীয়রের মেয়ে : ওথেলো’র ডেসডিমোনা’ সাহিত্যিকী, ড. মো. হারুন-অর-রশীদ সম্পাদিত, পঞ্চচত্বারিংশৎ খÐ, বৈশাখ ১৪২২, বর্ষ- ৫৬, সংখ্যা- ৪৫, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

ঘ. ‘নিঃসঙ্গ ও একাকী ওফেলিয়া নয়, হ্যামলেট’, সাহিত্যিকী, ড. পি. এম. সফিকুল ইসলাম সম্পাদিত, অষ্টাচত্বারিংশৎ খÐ, জৈষ্ঠ ১৪২৫, বর্ষ ৫৯, সংখ্যা- ৪৮, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

ঙ. বাংলাদেশের প্রবন্ধসাহিত্য : সাহিত্য-প্রসঙ্গ, দ্য জাহাঙ্গীরনগর রিভিউ, পার্ট-সি, ভলিউম-২৯ (সম্পা. ড. মোহাম্মদ মোজাম্মেল হক),মে-২০১৯, আইএসএসএন : ২৩০৬-৩৯২০, পৃ. ২০৭-২৩৩, কলা ও মানবিকী অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চ. ছন্দ-কাঠামোর পরিবর্তনে নতুন গঠন : গদ্যকবিতা, সাহিত্যিকী (সম্পা. ড. পি. এম. সফিকুল ইসলাম), সংখ্যা-৫০, পৃষ্ঠা : ১৭৭-১৯২,জুন ২০২০, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছ. ‘যতীন সরকারের প্রবন্ধে সমাজতান্ত্রিক চেতনা’, ভাষা-সাহিত্যপত্র, (সম্পা. নাহিদ হক), সংখ্যা-৪৬, পৃষ্ঠা : ১৪৯-১৬৭, জানুয়ারি ২০২১,

বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জ. বাংলাদেশের প্রবন্ধসাহিত্য : সমাজভাবনা দ্য জাহাঙ্গীরনগর রিভিউ, পার্ট-সি, ভলিউম-৩০ (সম্পা. ড. মোহাম্মদ মোজাম্মেল হক),

ডিসেম্বর ২০২০, আইএসএসএন : ২৩০৬-৩৯২০, পৃ. ২০৭-২৩১, কলা ও মানবিকী অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঝ. যতীন সরকারের প্রবন্ধ : রাজনীতি-প্রসঙ্গ বাংলা একাডেমি পত্রিকা, মো. নুরুল হুদা সম্পাদিত, ৬৫ বর্ষ, ৩য় সংখ্যা, জুলাই-সেপ্টেম্বর ২০২১,

পৃষ্ঠা-১৬২ বাংলা একাডেমি, ঢাকা।

ঞ. বাংলাদেশের প্রবন্ধসাহিত্য : রাজনীতি-প্রসঙ্গ, দ্য জাহাঙ্গীরনগর রিভিউ, পার্ট-সি, ভলিউম-৩১ (সম্পা. ড. মোহাম্মদ মোজাম্মেল হক), মে ২০২২,

আইএসএসএন : ২৩০৬-৩৯২০,পৃ. ২৯৭-৩১৬, কলা ও মানবিকী অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

 


OTHER

‘যতীন সরকারের প্রবন্ধ : সমাজ, রাজনীতি ও সাহিত্য’,

প্রধানমন্ত্রীর গবেষণা সহায়তা তহবিলের আওতায় উচ্চশিক্ষা বৃত্তি ২০১৪ লাভ।


Academic Info

Institute: কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়
Period: ২০০৩

এস. এস. সি.

Institute: সরকারী রাশিদাজ্জোহা মহিলা কলেজ, সিরাজগঞ্জ
Period: ২০০৫

এইচ. এস. সি.

Institute: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Period: ২০০৯

স্নাতক সম্মান

Institute: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Period: ২০১০

স্নাতকোত্তর

Institute: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Period: ২০১৯

পিএইচ. ডি.

Experience

Organization: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Position: সহকারী আবাসিক শিক্ষক, বেগম সুফিয়া কামাল হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Period: ১৪-ই এপ্রিল ২০১৯ হতে বর্তমান
Organization: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Position: সহকারী আবাসিক শিক্ষক, তাপসী রাবেয়া হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়
Period: ৩০ শে জুন ২০১৩ থেকে ৩০ শে জুন ২০১৪ পর্যন্ত
Organization: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Position: সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
Period: ১৯শে নভেম্বর ২০২০ হতে বর্তমান
Organization: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Position: প্রভাষক, বাংলা বিভাগ
Period: ৮ নভেম্বর (অপরাহ্ন) ২০১৮ হতে ১৮ নভেম্বর ২০২০ পর্যন্ত
Organization: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Position: সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
Period: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ হতে ৭ নভেম্বর ২০১৮ পর্যন্ত
Organization: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Position: প্রভাষক, বাংলা বিভাগ
Period: ২৩ ফেব্রুয়ারি ২০১৩ হতে ২২ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত

Contact

Dr. Most. Amina Khatun (Amina Momy)

Associate Professor
Department of Bangla
Jahangirnagar University, Savar, Dhaka-1342, Bangladesh.
Cell Phone: 01717426694
Email: amina.khatun@juniv.edu , aminamomy35@gmail.com