Sep 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি
ইডিজিই এবং বিসিসি প্রতিনিধি দলের আরআইসি পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত রিসার্চ এ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি) কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেছে এনহেনসিং ডিজিটাল গভর্নমেন্ট এ্যান্ড ইকনোমি (ইডিজিই) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় চলমান এসব প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং আরআইসি লিডারশিপ কমিটির (আরএলসি) প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, পরীক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, আরআইসির পরিচালক অধ্যাপক মাসুম শাহরিয়ার, সিএসই বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান এবং সরকারের আইসিটি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মইনুল হক, বিসিসি’র পরিচালক একেএম শাহনাওয়াজ, ইডিজিই এবং বিসিসি’র কো-অর্ডিনেটর আহমেদ আল কবির, প্রজেক্ট ম্যানেজার সৈয়দ নাজমুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আগত প্রতিনিধি দলকে বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন গবেষণা প্রকল্পের কার্যক্রম আরআইসি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য আরআইসির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরআইসি গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ দেয়ায় বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ
- মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি নিহত / উপাচার্যের শোক
- Times Higher Education (THE) র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শীর্ষস্থান অর্জন \ উপাচার্যের অভিনন্দন
- দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম খুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারানা বেগমের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক
- ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ন্যায্যতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই গণ-আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে - জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ইডিজিই এবং বিসিসি প্রতিনিধি দলের আরআইসি পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ
- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফার মাতা খাদিজা খাতুনের মৃত্যুতে উপাচার্যের শোক
- জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত