Aug 10, 2025

প্রেস বিজ্ঞপ্তি
ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকাল সাড়ে এগারোটায় এ নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বিদায়ী শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে অনেক কিছু করার আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাঁদেরকে দেশ ও জাতির সেবা প্রদানের জন্য যোগ্য করে গড়ে তুলেছেন। উপ-উপাচার্য (শিক্ষা) আরও বলেন, নবীন শিক্ষার্থীদের ভালো ও কল্যাণমুখী হওয়ার বহুমুখী সুযোগ যেমন রয়েছে ঠিক তেমনি অসুন্দরেরও অনেক হাতছানি আছে। এখানে তাদের মা-বাবা সাথে নেই, তাই নিজেদেরকেই ভালো-মন্দ চিহ্নিত করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের নিজেদের ভালো ও সুন্দর কাজের মধ্য দিয়ে দেশ ও জাতির সেবা করতে হবে। আমি বিশ্বাস করি শিক্ষকরা শিক্ষার্থীদের অভিষ্ট লক্ষ্য অর্জনে সহযোগিতা প্রদান করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যোগ্যতম করে গড়ে তুলবেন।
ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইতিহাস সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক ও সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন, বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপ-উপাচার্য (শিক্ষা) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
হাফিজুর রহমান
রিপোর্টার
জনসংযোগ অফিস
- জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \ ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ
- জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- ২১ সেপ্টেম্বর ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু \ পোষ্য ভর্তিতে সংস্কার \ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে পোষ্য ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - সামান্যতম নৈতিক বিচ্যুতিতেই আমাদের সব অর্জন হারিয়ে যেতে পারে -জাবি উপাচার্য
- ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষকদের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- চারুকলা বিভাগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৫ এর মধ্যে হলত্যাগের নির্দেশ
- রক্তাক্ত জুলাই-২৪ ও গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত তথ্যচিত্রসমূহ ও অন্যান্য আয়োজনে আন্দোলনে অংশগ্রহণকারী সকলে অন্তর্ভুক্তি না হওয়ায় দুঃখপ্রকাশ
- ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত