Jul 31, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩১ জুলাই ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন, তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। ছাত্র-জনতার মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সকলকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সারাদেশ এখন জাতীয় ঐক্য গড়ে তোলার অপেক্ষায় রয়েছে বলে উপদেষ্টা মন্তব্য করেন। আজ বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের অধীনে স্বাধীনতা হারিয়েছি, যার অবসান হয়েছে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু বৈচিত্র্যের নামে যে বিভাজন তৈরি করা হচ্ছে এর মাধ্যমে পরাজিত শক্তিকে আহ্বান জানানো হচ্ছে। উপাচার্য বলেন, যে কোনো অন্যায়ে বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সংগঠিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ও ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠান বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খো: লুৎফুল এলাহী। শিক্ষার্থীদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন মালিহা নামলাহ, ফাহমিদা ফাইজা, রাঈদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এবং ওয়াজহাতুল ইসলাম। এছাড়া শহিদ পরিবার থেকে বক্তব্য দেন শহিদ আলিফ আহম্মদ সিয়ামের পিতা বুলবুল আহম্মদ, শহিদ নাফিসার মামা ও শহিদ আবুল হোসেনের মাতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
এর আগে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। প্রতিযোগিতায় সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ চত্বরে এক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সনদপত্র প্রদান করা হয় এবং চিত্রকর্ম প্রদর্শনকারী শিক্ষার্থীদের হাতেও সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জুলাই গাথা অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটক, নৃত্যনাট্য এবং গান ও কবিতা।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নির্মাণ শ্রমিক মো: আরিফুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে উপাচার্যের শোক \ তদন্ত কমিটি গঠন \
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
- শহিদ পরিবারদের সংবর্ধনা ও রেড জুলাই র্যালি অনুষ্ঠিত
- ৫০ জন গবেষককে পিএইচডি ও ৬ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান
- ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহীর মৃত্যুতে উপাচার্যের শোক
- আন্তঃবিশ্ববিদ্যালয় IFRS পোস্টার প্রেজেন্টেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ রানারআপ || উপাচার্যের অভিনন্দন
- শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
- নতুন করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা জুলাই-আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করবেন -জাবি উপাচার্য
- আমরা বিভাজিত হলে, পরাজিত শক্তি জয়ী হবে -জাবি উপাচার্য
- JULY WOMEN’S DAY পালিত