Feb 27, 2025

প্রেস বিজ্ঞপ্তি
আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইতিহাস বিভাগ ১৪ রানে প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টসে জিতে ইতিহাস বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- জাবি উপ-উপাচার্যের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- জরুরি প্রেস বিজ্ঞপ্তি
- ৪৭ জন গবেষককে পিএইচডি এবং ৩ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
- আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ নতুন বাংলাদেশে ন্যায়, সাম্য ও যুক্তিকে প্রাধান্য দিতে হবে -ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ
- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্বেগ ও নিন্দা প্রকাশ
- আন্তঃবিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন চারুকলা বিভাগ
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন