সামাজিক বিজ্ঞানে উচ্চতর গবেষণা পদ্ধতি সম্পর্কিত ১ম প্রশিক্ষণ কোর্স
Oct 04, 2021

আর্থ-সামাজিক সমস্যার উপর গবেষণামূলক তথ্য ও উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণা কর্মসূচী মূল্যায়ন, মতামত সংগ্রহ ও বিশ্লেষণ এবং গবেষণা কাজে সফ্টওয়্যার এর ব্যবহার (SPSS, STATA, EVIEWS) সম্পর্কে সার্বিক ধারণাকল্পে অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় “উচ্চতর গবেষণা পদ্ধতি” বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত কোর্সে অংশগ্রহণের জন্য অনার্স/মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং অনার্স  পর্যায় ন্যূনতম সিজিপিএ ২.৫ অথবা ২য় শ্রেণী থাকতে হবে।  মাস্টার্স অধ্যায়নরত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন।  সপ্তাহে ৩(তিন) দিন- শনি সোম ও বুধবার বিকাল ৫ঃ০০ হতে রাত ৮ঃ০০ প্রশিক্ষণ কোসটি (অনলাইন) পরিচালিত হবে।  কোর্স ফি ৪,০০০/- (চার হাজার) টাকা।  অর্থনীতি বিভাগের ওয়েব সাইট : (http://www.economics.iitju.edu.bd/) হতে নিদিষ্ট রেজিস্ট্রেশন ফরম পূরণ করে আগামী ১১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে অর্থনীতি বিভাগের ই-মেইল এর econ@juniv.edu মাধ্যমে পৌছাতে হবে।  কোর্স শুরুর তারিখ ১৬ অক্টোবর, ২০২১।  আসন সংখ্যা সীমিত।  কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য উক্ত ওয়েব সাইটে পাওয়া যাবে।  যোগাযোগঃ ফোন ০২২২৪৪৯১০৪৫-৫১/২০৭৬ (অফিস), ০১৭১১১০৩৮৪৪।