'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
Sep 05, 2025

প্রেস বিজ্ঞপ্তি

'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক দু'দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো: রেজাউল করিম হাওলাদার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases