Jan 02, 2025
প্রেস বিজ্ঞপ্তি
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ জানুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম আজ বেলা আড়াইটায় শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি ২০২৫ তারিখ, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। উপাচার্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম পরিচালনা করছে। আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম সহজ, সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://ju-admission.org এ পাওয়া যাচ্ছে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ‘বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রমে সফটওয়্যারের ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।। বিশ্ববিদ্যালয় প্রশাসন অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে — উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- সেলিম আল দীনের ১৮-তম প্রয়াণ দিবস পালিত।। বাংলা নাটকে ঐতিহ্য নির্ভর আধুনিকতার ধারায় সেলিম আল দীনের অবদান অবিস্মরণীয় - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- প্রধান উপদেষ্টার সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ
- ১২ জানুয়ারি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ পালিত
- Writing ATF Sub Project Proposal শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- যে কোনো জায়গা থেকে একজন দক্ষ মানুষ দেশ-জাতির জন্য বিশাল অবদান রাখতে পারে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জুলাই-আগস্টের আন্দোলনের অঙ্গীকার রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- গণ অভ্যূত্থান উত্তর বৈচিত্র্যের নামে বিভাজনে ব্যস্ত না থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
- ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন