প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
Dec 06, 2024
প্রেস বিজ্ঞপ্তি
প্রজাপতি মেলা ২০২৪ অনুষ্ঠিত
প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৬ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, প্রজাপতিসহ সকল প্রাণের প্রতি মানুষের দায়িত্ব শুধু সহানুভূতি দেখানো নয়, তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতাও রয়েছে। প্রজাপতি মেলা আয়োজনের মাধ্যমে আমাদের নৈতিক বিবেচনা প্রতিষ্ঠিত হচ্ছে। আজ প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে প্রজাপতি মেলা ২০২৪ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য এসব কথা বলেন। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সম্মুখে প্রজাপতি মেলা উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর ভাষণে আরও বলেন, প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে। প্রজাপতি পরাগায়ণের মাধ্যমে কোনো প্রকার ক্ষতি ছাড়াই আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ধর্ম, বর্ণ এবং বৈচিত্র্যেভেদে মানুষের কাছেও সকল মানুষ নিরাপদ হতে হবে। প্রজাপতির কাছ থেকে গোটা বিশ্বকে নিরাপদ রাখার শিক্ষা গ্রহণ করতে হবে মানুষকে। সকল ষড়যন্ত্র থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। উপাচার্য প্রকৃতির সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রজাপতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি এই পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরাগায়নের মাধ্যমে প্রজাপতি পরিবেশ ও প্রকৃতি এবং বনাঞ্চল রক্ষায় ভূমিকা রাখছে। প্রজাপতিসহ বিভিন্ন পতঙ্গ আমাদের বাস্তুসংস্থান টিকিয়ে রেখেছে। তিনি প্রজাপতি রক্ষায় এর বাসযোগ্য পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রজাপতিসহ সকল পতঙ্গ টিকিয়ে রাখতে জৈববৈচিত্রের সাথে সমন্বয় করে দ্রুত মাস্টারপ্লান কার্যকরের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অধিকর্তা মুকিত মজুমদার বাবু, বন বিভাগের বণ্যপ্রাণী অপরাদ দমন ইউনিটের পরিচালক মো: ছানাউল্যা পাটওয়ারী এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রতিনিধি মুরাদ বিন আজিজ প্রমুখ।
এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন 'প্লানটেশন ফর নেচার'-এর প্রতিষ্ঠাতা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী সবুজ চাকমা-কে বাটারফ্লাই এওয়ার্ড প্রদান করা হয়। বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট এওয়ার্ড প্রদান করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ সাব্বির আহাম্মেদ-কে। এছাড়া ফটোগ্রাফি ও মিডিয়া এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases