
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৯ অক্টোবর ২০১৮।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজ-এর মধ্যে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজ-এর পক্ষে স্কুল অব এডভান্স সায়েন্সের ডিন অধ্যাপক ড. আকিরা সাসাকি চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটপতঙ্গ শাখার শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজ-এ প্রজাপতিসহ বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ নিয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের অফিস কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- র্যাগিং বিরোধী র্যালিতে অংশগ্রহনের আহ্বান
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
- জাবি বাংলা বিভাগের বসন্তবরণ
- জাবি চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকলা প্রদর্শনী শুরু
- আন্ত:বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট প্রতিযোগিতা: জাবি নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন