Sep 28, 2018

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ সেপ্টেম্বর ২০১৮।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির গর্ব। শেখ হাসিনা বাঙালির উৎসাহ, উদ্দীপনা ও সাহসের প্রতীক। তাঁর মানবতাবাদী খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। আমরা সেই খ্যাতির সহযোগী। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ কথা বলেন। উপাচার্য এসময় শেখ হাসিনা হল প্রাঙ্গনে শেখ হাসিনার স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, বাঙালির প্রতি শেখ হাসিনার যে ভালবাসা, সেই ভালবাসার মধ্যদিয়ে তাঁর জীবন অতিক্রম করুন। তাঁর নেতৃত্বে বাঙালি জাতি, সমাজ, সংস্কৃতি বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে, বাঙালি জাতি সেই আশা পোষণ করে। উপাচার্য তাঁর ভাষণে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। স্থিরচিত্র উদ্বোধনের পর উপাচার্য এ হলের শিক্ষার্থীদের জন্য ‘শেখ হাসিনা হল গ্রন্থাগার’ উদ্বোধন করেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদ তাঁর বক্তব্যে হল প্রশাসনের পক্ষ থেকে সকলকে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদশকে আজ মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাঙালি জাতি তাঁর নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, অন্যান্য হলের প্রভোস্ট, শিক্ষার্থী, অফিসার, কর্মচারি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকেলে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- র্যাগিং বিরোধী র্যালিতে অংশগ্রহনের আহ্বান
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
- জাবি বাংলা বিভাগের বসন্তবরণ
- জাবি চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকলা প্রদর্শনী শুরু
- আন্ত:বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট প্রতিযোগিতা: জাবি নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন