জাবি ভর্তি পরীক্ষা অনলাইন রেজিস্ট্রেশন শুরু
Aug 16, 2018

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ আগস্ট ২০১৮।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আজ কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন করেছেন। রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধনের সময় উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্টেশন অত্যন্ত পরিচ্ছন্ন। এ কারণে শিক্ষার্থীরা খুবই সহজে রেজিস্ট্রেশন করতে পারবে। আমরা আগামীতে পুরো ভর্তি প্রক্রিয়া অনলাইনে করবো আশা করছি। উপাচার্য বিভিন্ন অনুষদের ডীন ও ইনস্টিটিউটের পরিচালকগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সকলের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে পারব। অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, অনুষদ ডীনবৃন্দ, রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ও আইআইটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।   গতবারের মত এবারও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) অনলাইন ভর্তি রেজিস্ট্রেশন পরিচালনা করছে। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

Recent Press Releases